গোমস্তাপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ক। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে রহনপুর পৌর এলাকার হুজরাপুর মডেল একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।
শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ভার্ক ভোলাহাট এরিয়ার সহকারী পরিচালক কামাল উদ্দিন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজরাপুর মডেল একাডেমীর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভার্ক গোমস্তাপুর শাখার ব্যবস্থাপক সুমন প্রধান, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে ২৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
আরপি/আআ-০১
আপনার মূল্যবান মতামত দিন: