রাজশাহী শনিবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৩, ৯ই আশ্বিন ১৪৩০


৫০ হাজার টাকা সম্মানীতে সাংবাদিকতায় ফেলোশিপের সুযোগ


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২১ ০০:৩৮

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩০

প্রতীকী ছবি

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) সম্প্রতি সাংবাদিকতার ওপর মিডিয়া ফেলোশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে। মিডিয়া ফেলোশিপের বিষয়বস্তু স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা।

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)

পদের নাম- ফেলোশিপ

ফেলোশিপের মেয়াদকাল : ৪ মাস

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://hmf.bnnrc.net/ এই ঠিকানায়। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে-

১। সংশ্লিষ্ট বিষয়ে ইতোমধ্যে প্রকাশিত কমপক্ষে ২টি প্রতিবেদন

২। ফেলোশিপকালীন স্বাস্থ্য বিষয়ক ৪টি ইন-ডেপথ প্রতিবেদনের প্রস্তাবনা

৩। আবেদনকারীর সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের সম্পাদক, প্রধান নির্বাহী, চীফ রিপোর্টারের স্বাক্ষরিত একটি অনুমতিপত্র।

৪। ফেলোশিপের আওতায় তৈরিকৃত প্রতিবেদনসমূহ প্রচারের নিশ্চয়তার বিষয়টি উল্লেখ থাকা অত্যাবশ্যক।

বেতন ও সুযোগ সুবিধা

১। ফেলোশিপকালীন নির্ধারিত কাজ-সংবাদ/ফিচার/ প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য যাতায়াত এবং আনুষঙ্গিক খরচ বাবদ সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা সম্মানী/ভাতা প্রদান করা হবে।

২। ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ফেলোশিপ সম্পাদনকারী সাংবাদিকদের সার্টিফিকেট, ক্রেস্ট এবং সম্মানী চেক হস্তান্তর করা হবে।

আবেদনের শেষ তারিখ

২০ আগস্ট, ২০২১ পর্যন্ত

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top