বিএনপি
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিস্কৃত নেতাদের দলে ফেরালো

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে ৭ নেতাকে বহিস্কার করেছিল বিএনপি। বুধবার ওই নেতাদের দলে ফিরিয়েছে দলটি। দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে এ বিষয়ে খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারে ওই নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলের হাইকমান্ড এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি।
বিজ্ঞপ্তির বরাত দিয়ে যুগান্তরে বলা হয়েছে, দলীয় শৃংখলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে দলে ফিরিয়ে নেয়া হলো।
বহিস্কার থেকে দলে ফেরা নেতারা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মহিলা দলের সাবেক সভাপতি রেবেকা সুলতানা স্মৃতি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশী, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি তানিয়া খানম, বরগুনার বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, চান্দনাইশ উপজেলা মহিলা দল নেত্রী শাহনাজ বেগম ও কুমিল্লা উত্তর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলারা শিরিন।
বিষয়: রাজনীতি বিএনপি বহিস্কার নেতা
আপনার মূল্যবান মতামত দিন: