চন্দ্রিমা থানা ছাত্রমৈত্রী : সভাপতি শাকিল, সম্পাদক আকাশ

বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী মহানগর কমিটির অন্তর্গত চন্দ্রিমা থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে মো. শাকিল ও সাধারণ সম্পাদক হিসেবে আকাশ আলী নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকেলে নগরীর ছোট বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলে রুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু তাদের নাম ঘোষণা করেন।
চন্দ্রিমা থানা ছাত্রমৈত্রীর সভাপতি মো. শাকিলের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য নাজমুল করিম অপু, চন্দ্রিমা থানার সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন জাহিদ, ১৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল বাবু,
এছাড়াও ১৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পরশ আলী, মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি জুয়েল খান, সাধারণ সম্পাদক সম্রাট রায়হান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নগর ছাত্রমৈত্রীর সহ-সভাপতি আরাফাত এইচ মারুফ, সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান, মহানগর সদস্য রুবেল আলী প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: