রাজশাহী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ‘হদিস না থাকা’ আনিসের স্বাক্ষর


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৩

আপডেট:
১৭ মে ২০২৪ ১৫:২৯

যুবলীগ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ।

সংগঠনটির দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানের স্বাক্ষরিত এক বার্তায় এ অভিনন্দন জানানো হলেও তার হদিস মিলছে না।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটি প্যাডে দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে।

অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন-জিএভিআই কর্তৃক ‘ভ্যাকসিনেশন হিরো’ পুরস্কারে ভূষিত হওয়ায় আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় সংগঠনটির দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানের স্বাক্ষর থাকলেও বেশ কয়েকদিন ধরে তার হদিস পাওয়া যাচ্ছে না।

যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি, দরপত্র থেকে কমিশন এবং সংগঠনের বিভিন্ন কমিটিতে পদ-বাণিজ্য করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

গত শনিবার বিকেল থেকে তার হদিস পাওয়া যাচ্ছে না। দলীয় কার্যালয়েও যাচ্ছেন না, এমনকি তার বাসাতেও নেই বলে জানা গেছে। রাজধানীসহ সারাদেশে ক্যাসিনো বিরোধী চলমান এ অভিযানের সময় কাজী আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আর পি /এম আই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top