রংপুর-৩ আসন
উপনির্বাচনে মনোনিত জাপা’র প্রার্থী সাদ এরশাদ

রংপুর-৩ আসনে উপনির্বাচনে মনোনিত জাপা’র প্রার্থী সাদ এরশাদ
এরশাদের ছেলে রাহগির আল মাহির (সাদ এরশাদ) জাতীয় পার্টি থেকে রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের দুপুর ২টা ৫০ মিনিটে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এ তথ্য জানান।
দলটির মহাসচিব রাঙ্গা বলেন, ‘আজ জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভা হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়েছে।’
উল্লেখ্য, ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে এ আসরটি ফাঁকা হয়। বাবার এ আসনটিতে নির্বাচনে অংশগ্রহন করবেন ছেলে।
আরপি/ এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: