রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সবাই এখন জাতীয় পার্টিকে গৃহপালিত দল বলে: সংসদে চুন্নু


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৩ ০২:৫১

আপডেট:
২ মে ২০২৪ ১২:৫৭

ফাইল ছবি

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জোট করায় সবাই এখন জাতীয় পার্টিকে (জাপা) গৃহপালিত দল বলে। এখন আমাদের আওয়ামী লীগ-বিএনপি কেউই পছন্দ করে না। দুকূলই হারিয়েছি আমরা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোট করে আমাদের বলে আমরা নাকি গৃহপালিত। এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। একূল-ওকূল দুকূলই হারাইছি। কাজগুলো যদি না করে দেন তাহলে যাবো কোথায়?

আরও পড়ুন: অর্থমন্ত্রীকে ‘বোবা মানুষ’ আখ্যা দিলেন জাপা নেতা চুন্নু

তিনি বলেন, ঢাকা উত্তরের মেয়র ডেঙ্গু নিধনের জন্য ওষুধের টেন্ডার সিঙ্গাপুরের একটি নামকরা কোম্পানিকে দিয়েছিল এবং তাদের প্রতিনিধিও এসেছিলেন। যখন পত্রিকায় আসলো তখন সিঙ্গাপুরের কোম্পানি বলে এই টেন্ডারে আমরা অংশগ্রহণ করিনি। যে প্রতিনিধি আসলেন, তার ব্যাপারে বলা হলো ওই রকম কোনো প্রতিনিধি কোম্পানি পাঠায়নি। কত বড় জালিয়াতি! আমাদের মেয়র কী করলেন, স্থানীয় সরকার মন্ত্রী বিষয়টি ভালোভাবে দেখেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, বাংলাদেশের অবস্থাটা কী হয়েছে। ৫০ কেজি সোনা নিয়ে যায়, কোনো খবর নেই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top