রাজশাহী জেলা-মহানগর যুবলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন

এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে দলটির কেন্দ্রীয় শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এক বিজ্ঞপ্তিতে যুবলীগ জানায়, সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ পূর্ব নির্ধারিত ২ ও ৩ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ পুনর্র্নিধারণ করেছেন।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১০
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন তারিখে অনুষ্ঠেয় রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরপি/এসআর-০৪
বিষয়: যুবলীগ
আপনার মূল্যবান মতামত দিন: