রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


ফেসবুকে ভাসছে নগ্ন ছবি, এমপি বললেন আইডি হ্যাক


প্রকাশিত:
৭ আগস্ট ২০২৩ ০৮:০৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২৩:০৬

ফাইল ছবি

রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) এমপি আয়েন উদ্দিনের ফেসবুকে এক তরুণীর অশ্লীল ছবি ছড়ানো হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

রোববার (৬ আগস্ট) দুপুরে তার (Md Ayen Uddin Mp) আইডির স্টোরিতে ছবিটি দেখা যায়। তবে আইডি হ্যাক করে অজ্ঞাত ব্যক্তি অশ্লীল ছবি প্রচার করছে বলে দাবি করেছেন এমপি আয়েন উদ্দীন।

ফেসবুক স্টোরিতে দেখা যায়, একজন বিবস্ত্র নারী উল্টো দিক হয়ে বসে আছেন। সেই ছবির নিচে যাওয়ার ইঙ্গিত দিয়ে লেখা ‘সি মোর’ যেখানে ক্লিক করলেই সরাসরি চলে যাচ্ছে পর্ণ সাইটে।

ফেসবুকে এমন ছবি ছড়ানোর পর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে। সরকার দলীয় এই এমপিকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।

এ বিষয়ে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, আমার তো নিজের কোনো ফেসবুক আইডি বা পেজ নাই। ওই আইডিটা হরিয়ান ছাত্রলীগের সাবেক সভাপতি সিয়াম চালায়, ছবি-বক্তব্য ছাড়ে, পপুলার হয়েছে। কিন্তু হ্যাক হয়ে ওর (সিয়াম) কন্ট্রোলের বাহিরে চলে গেছে। আমাকে বলেছিল, আমি ব্যবস্থা নিতে বলেছি। আজকে হঠাৎ করে ওই পেজ থেকে ছবিটা ছেড়ে দিয়েছে। আমি জিডি করতে বলছি, ওর ফোন ওর নম্বরেই আইডি, ও জিডি করেছে।

তিনি আরও বলেন, পাঁচ বছর আগে একবার ফেসবুক খুলছিলাম পরে হ্যাক হয়েছিল। পরে ঠিক করছিলাম তখনও হ্যাক হয়েছিল। তারপর ডিএক্টিভ করে দিয়েছি যে জীবনেও আর ফেসবুক চালাবো না।

সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে ছবি ছড়ানো হয়েছে কি না এমন প্রশ্ন করলেও উত্তর না দিয়ে, ‘এগুলো কিছু বলবো না’ বলে এড়িয়ে যান এমপি।

জানতে চাইলে কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি তো ছিলাম না। নতুন কমিশনার সাহেব এসেছেন, সেখানে প্রোগ্রামে ছিলাম। তবে ওসি তদন্ত বললেন, উনার (এমপি আয়েন উদ্দিন) ছবি তোলে, উনার ফেসবুক চালাই হ্যাক হয়েছে। এটা নিয়ে ওই ছেলে একটা জিডি করেছেন।’

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top