রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


‘কোথাও জবাবদিহিতা না থাকায় দুর্নীতিতে ভেসে যাচ্ছে দেশ’


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০২:২৯

ছবি: সংগৃহীত

কোথাও জবাবদিহিতা না থাকায় দেশ দুর্নীতিতে ভেসে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দলটির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে চলছে শাসক ও প্রশাসক দিয়ে। প্রশাসকদের জবাবদিহিতা থাকে শুধু শাসকদের কাছে। প্রশাসক নিয়োগ করা হয় শোষণের জন্য। জনগণের কাছে কারও জবাবদিহিতা থাকে না। দেশের কোথাও জবাবদিহিতা না থাকায় দুর্নীতিতে দেশ ভেসে যাচ্ছে।

সবার আস্থা অর্জনে নির্বাচন কমিশনের চেষ্টা করা উচিত এমন মন্তব্য করে জি এম কাদের বলেন, দেশের মানুষ নির্বাচনে ইভিএম চায় না। শুধু আওয়ামী লীগ ও তাদের কিছু মিত্র ছাড়া কেউ-ই নির্বাচনে ইভিএম চায়নি, কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ ইভিএমে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এসব কারণেই দেশের মানুষ নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলেছে।

আরপি/ এসএইচ ০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top