ইউনিয়ন পরিষদ নির্বাচন
গুরুদাসপুরের নৌকার দুই ও চার বিদ্রোহী প্রার্থীর জয়

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামীলীগ ও ৪টিতে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছে।
উপজেলার ১ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম এ মোটরসাইকেল মার্কা প্রতিকের বিদ্রোহী প্রাথী মোঃ আইয়ুব আলী প্রাং, ২ নং বিয়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কা প্রতিকের বিদ্রোহী প্রার্থী মোঃ মিজানুর রহমান সুজা, ৩ নং খুবজীপুর ইউনিয়ন পরিষদে আ-লীগ মনোনীত নৌকা প্রার্থী মোঃ মনিরুল ইসলাম দোলন, ৪ নং মশিন্দা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কা প্রতিক নিয়ে মোঃ আব্দুল বারী, ৫ নং ধারাবারিষা ইউনিয়নে আ-লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুল মতিন ও ৬ নং চাপিলা ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতিকের মোঃ মাহাবুবুর রহমান জয়ী হয়েছেন।
আরপি/এসআর-০৭
আপনার মূল্যবান মতামত দিন: