রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


ইউনিয়ন পরিষদ নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আরও ১৩৮৩ জন


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২১ ২২:০৪

আপডেট:
৮ ডিসেম্বর ২০২১ ২২:০৮

ফাইল ছবি

তৃণমূলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে এখন পর্যন্ত তিন পদে ১ হাজার ৩৮৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩০২ জন, সাধারণ সদস্য (মেম্বার) ৭৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৩৩২ জন।

চলমান ইউপির চতুর্থ ধাপের পর ৩ হাজার ৪০ ইউপিতে সংশ্লিষ্টরা জয়ী হয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও সামনে আরও দুই ধাপের ইউপির নির্বাচনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্টরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত ৩০২ জনের মধ্যে ৩০১ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী।

আরও পড়ুন: পছন্দের প্রতীক না পেয়ে রিটার্নিং কর্মকর্তার ওপর হামলা, আটক চার

দ্বিতীয়বারের মতো ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হলেও সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্দলীয়ভাবে ভোট হচ্ছে। আনুষ্ঠানিকভাবে বিএনপি এবারের ইউপি ভোট বর্জন করেছে। তবে দলটির নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এবারের চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪টি ইউপির সব কয়টি পদে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদে সবাই ভোট ছাড়াই পাস করে। ঐ উপজেলায় কোনো ভোট লাগেনি। একই অবস্থায় কুমিল্লার লাকসাম উপজেলার পাঁচটি ইউপিতে। সেখানেও সব কয়টি পদে ভোট ছাড়াই পাস করে। শরীয়তপুরে একটি ইউপিতে একই ঘটনা ঘটে। এবারের ইউপি ভোটে প্রভাব বিস্তার, সহিংসতা অন্যবারের চেয়ে অনেক বেশি। এ পর্যন্ত ভোট সহিংসতায় ৭২ জনের প্রাণহানি ঘটেছে। সহিংসতার অধিকাংশই ক্ষমতাসীন দলের নিজেদের মধ্যে।

আরও পড়ুন: পত্নীতলায় নৌকার মনোনয়ন পেলেন বিদ্রোহীরা, ভরাডুবির শঙ্কা

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ৮৪২ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এর আগে গত ৬ ডিসেম্বর ছিল চতুর্থ ধাপের নির্বাচনে প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য সমন্বয় করে এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরি করে ইসি। চতুর্থ ধাপে ১২০টি উপজেলার ৮৪২টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৮ জন প্রার্থী।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে চেয়ারম্যান পদে ৩ হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী ভোটের লড়াই করবেন। ১৬টি রাজনৈতিক দল চতুর্থ ধাপে প্রার্থী দিয়েছে। তবে, স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা তিন-চতুর্থাংশ। তফশিল অনুযায়ী, মঙ্গলবার প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নেমেছেন।

আরও পড়ুন: যুদ্ধাপরাধীর দায়ে দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামীর সহকর্মী পেল নৌকা

এর আগে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ১ হাজার ইউপির মধ্যে ১০০ জন চেয়ারম্যান ভোট ছাড়াই নির্বাচিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য হন ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য ১৩২ জন। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৩৩টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত নারী সাধারণ সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই দফায় প্রথম ধাপে ৩৬৫টি ইউপির ভোট অনুষ্ঠিত হয়। ২০ জুন অনুষ্ঠিত ২০৪টি ইউপির মধ্যে ২৮ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়াও ভোট ছাড়া সংরক্ষিত ওয়ার্ড সদস্য হিসেবে পাঁচজন এবং সাধারণ সদস্য হিসেবে ২৯ জন নির্বাচিত হন। এর আগে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপের স্হগিত ১৬১ ইউপির মধ্যে ৪৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য সাত জন এবং সাধারণ সদস্য ৪৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top