৮ নভেম্বর ঢাকার তিন স্থানে সমাবেশের আবেদন বিএনপির
বিএনপি ১৯৭৫ সালের পর থেকেই ৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। দিনটিকে সামনে রেখে ইতোমধ্যেই নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আগামী ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীতে বড় ধরনের একটি সমাবেশ করতে চায় বিএনপি।এরই অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর ঢাকায় বড় ধরনের সমাবেশের পরিকল্পনা করছে তারা। এ ব্যাপারে অনুমতি চেয়ে আবেদন করা হলেও পুলিশ তাদের সেই সমাবেশ করতে দেবে কি-না, তা এখনো নিশ্চিত নয়।
জানা গেছে, গত রোববার (৩ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করা হয়েছে। একদিন পর সোমবার (৪ নভেম্বর) দুপুরে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ডিএমপির কার্যালয়ে যান। সেখানে তারা ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে দেখা করেন। তবে মনিরুল ইসলাম তাদের তখনই কিছু সিদ্ধান্ত দিতে পারেননি।
আব্দুস সালাম আজাদ বলেন, সোমবার দুপুরে আমরা অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে দেখা করেছি। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৮ নভেম্বর ঢাকার তিনটি স্থানের যে কোনো একটিতে সমাবেশ করার অনুমতি চেয়েছি। স্থান তিনটি হলো সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণ।
তিনি বলেন, মনিরুল ইসলাম অনুমতির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। তবে তিনি বলেছেন- বিষয়টি নিয়ে তিনি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলবেন এবং যে কোনো একটি স্থানে যেন বিএনপি সমাবেশ করতে পারে সে বিষয়ে চেষ্টা করবেন।
আরপি/আআ
বিষয়: সমাবেশ বিএনপি বিপ্লব ও সংহতি দিবস
আপনার মূল্যবান মতামত দিন: