রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


মধ্যরাতে মাঝারি কুয়াশা পড়বে


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২১ ১৯:১৩

আপডেট:
১০ জানুয়ারী ২০২১ ১৯:২৮

ছবি: সংগৃহীত

আজ মধ্যরাত থেকে সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আর নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

রোববার সকালে আবহাওয়া অধিদফতরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে– অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুঙ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে শনিবার আবহাওয়া অধিদফতরের বার্তায় বলা হয়েছে– চলতি সপ্তাহের মাঝামাঝি সারা দেশে বাড়তে পারে শীত, কমবে রাতের তাপমাত্রা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে– উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

আরপি/টিএস-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top