রাজশাহী রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


মহামারী পরিস্থিতির উন্নতি হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হবে : প্রধানমন্ত্রী


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২০ ১৯:২২

আপডেট:
৩১ ডিসেম্বর ২০২০ ১৯:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারী পরিস্থিতির উন্নতি হলে তখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হবে।

নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার কার্যক্রমের উদ্বোধন করে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তার পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী দীপু মনি বিভিন্ন পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া আছে, এর মধ্যে যদি অবস্থা ভালো হয়, স্কুল খোলা হবে; যদি না হয়, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলব না। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আরপি/টিএস-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top