রাজশাহী রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


শাহজালাল বিমানবন্দরে আরও একটি বোমা উদ্ধার


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২০ ০০:৪৩

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২০ ০০:৪৪

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিানালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় আরও একটি ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে সোমবার জেনারেল পারপাস (জিপি) বোমাটি উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

শাহজালাল বিমানবন্দর থেকে আগে উদ্ধার করা করা বোমাগুলোর মতো এটিও ১৯৭১ মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে গত ৯ ডিসেম্বর আরও একটি আড়াইশ’ কেজি ওজনের বোমা ওই বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে উদ্ধার করা হয়। মাটি খোঁড়ার সময় আড়াইশ’ কেজি ওজনের এই সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

আরপি/টিএস-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top