রাজশাহী রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


আন্তঃনগর ট্রেনে দুই কালোবাজারি আটক


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২০ ১৮:২৭

আপডেট:
২৬ ডিসেম্বর ২০২০ ১৮:৩৮

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে আন্তঃনগর ট্রেনের ১৯ টিকিটসহ দুই কালোবাজারিকে আটক হয়েছে।

আটকরা হলেন-পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মনিরুল ইসলাম ও চাটমোহর অমৃতকুণ্ড গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল জলিল।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় দফতরের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ এ তথ্য নিশ্চিত করেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদী গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, দীর্ঘদিন থেকে একটি চক্র বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ঢাকাগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৫১৩০ টাকা মূল্যের মোট ১৯ টিকিট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিসিও ফুয়াদ হোসেন আনন্দ জানান, ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে রেলওয়ের কর্মচারী জড়িত আছে কিনা? বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি কেউ জড়িত থাকে, আমরা ব্যবস্থা নেবো।

 

আরপি/টিএস-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top