রাজশাহী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


আজ খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২০ ১৭:৪৯

আপডেট:
১৫ ডিসেম্বর ২০২০ ১৮:৪৯

প্রতীকী ছবি

১৫ ডিসেম্বর। খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। চেঙ্গীনদী বিধৌত খাগড়াছড়ি শত্রুমুক্ত হয়েছিল ১৯৭১ সালের এই দিনে। সারাদেশের মানুষের মতো খাগড়াছড়ির পাহাড়ি বাঙালিও অংশ নিয়েছিলো মুক্তিযুদ্ধে। সর্বশেষ ১৪ ডিসেম্বর ওই এলাকায় অবস্থান নেয়া পাকবাহিনীকে হটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়ির সবচেয়ে উঁচু স্থান এসডিও বাংলোর সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়িতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী। এসময় গ্রুপ কমান্ডার অশোক চৌধুরী বাবুল, মংসাথোয়াই চৌধুরী, জুলু মারমাসহ অনেকেই সঙ্গে ছিলেন।

এর আগে ২৭ এপ্রিল মহালছড়িতে সম্মুখ যুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন আফতাবুল কাদের। মুক্তিযুদ্ধে সহযোগিতা করায় মহালছড়িতে চিত্তরঞ্জন চাকমাসহ চার পাহাড়িকে হত্যা করে পাকবাহিনী।

এদিকে খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।

সূত্র : নিউজজি২৪

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top