যমুনায় নৌকাডুবি
জীবিত উদ্ধার ১৬, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে
বুধবার রাত নয়টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় সে নৌকায় অন্তত ২৮ জন যাত্রী ছিল বলে জানা যায়। এরমধ্যে খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। বাকীদের উদ্ধারে বৃহস্পতিবার ভোর থেকে ফের অভিযানে নেমেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ এ খবর প্রকাশ করেছে।
তাদের খবরে বলা হয়েছে, বুধবার রাত ৯টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে অন্তত ২৮ জন যাত্রী ছিল।
নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজদের সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফের উদ্ধার অভিযান শুরু করেছেন।
বিষয়: যমুনা নৌকাডুবি জামালপুর নিখোঁজ উদ্ধার অভিযান
আপনার মূল্যবান মতামত দিন: