রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গিরা আত্মসমর্পণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২০ ২১:৪০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০১:৩২

ছবি: সংগৃহিত

যেখানেই দুর্নীতি হবে সেখানেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘যেখানেই দুর্নীতি, সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। গুলশানের (মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়ি) অভিযান তারই একটি অংশ।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মগবাজার ওয়‍্যারলেস কলোনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এস.টি.এস) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। জঙ্গিরা বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছে। তারা (জঙ্গিরা) বুঝতে পেরেছে দেশ এগিয়ে যাচ্ছে, জঙ্গি আক্রমণ করে দেশকে আর অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না বলেই আত্মসমর্পণ করেছে। আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর সবসময় তৎপর আছে বলেই সেই নির্ভরতার জায়গাটিতে আমরা এসেছি।’

তিনি বলেন, ‘করোনা ভাইরাস বিশ্বের মধ্যে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে তার তুলনায় বাংলাদেশে তেমনটা হয়নি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কোভিডে যারা আক্রান্ত হয়েছিল আমরা তাদের চিকিৎসা সেবা দিতে পেরেছি। করোনা ভাইরাস বিস্তার রোধেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। করোনাকালে কোনও খাতে বিপর্যয় না ঘটে, সেজন্য আমরা পদক্ষেপ নিয়েছি। সেটার সুফলও আমরা পেয়েছি।’

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এস.টি.এস) বিষয়ে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের এই ধরণের ইমারত (এস.টি.এস) বহু জায়গায় নির্মিত হয়েছে। ট্রেনটি স্কুলের সামনে ছিল একটি ময়লার ভাগাড়। নাকে রুমাল না দিয়ে কোনও মানুষ এখান দিয়ে যেতে পারত না। ময়লার দুর্গন্ধের কারণে স্কুলের ছাত্র-ছাত্রী কমে গিয়েছিল। কেউ এখানে আসতে চাইছো না। স্টেশন স্থাপনের মাধ্যমে সেই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেল এই এলাকাবাসীরা। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top