রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


শেখ হাসিনাকে ইমরান খানের ফোন


প্রকাশিত:
৩ অক্টোবর ২০১৯ ০৮:০৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৩৮

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার বিকেলে তিনি এই টেলিফোন করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি জানান, শেখ হাসিনার সঙ্গে কুশলাদি বিনিময় করেন ইমরান খান। শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় ইমরান খানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত মাসের শুরুতে লন্ডনে চোখের ছানির অস্ত্রোপচার করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন হাসপাতালে নিয়মিত চক্ষু পরীক্ষা করাচ্ছেন তিনি। গত ২৯ আগস্ট সাধারণ রোগীদের মতোই রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সরকারিভাবে নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নেন শেখ হাসিনা

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ ক্রিকেট শিরোপা এনে দেয়া ইমরান খান গত বছরের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন

 

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top