রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


করোনায় দেশে আরও ১৯ জনের মৃত্যু


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২০ ২১:৫৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৩:০৬

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৪ জন। ১১১টি ল্যাবে ১৪ হাজার ১৪১ টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়েছে।

করোনায় প্রাণহানি ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬০৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জনে। শুক্রবার পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯০৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন। এই সংখ্যাসহ এ পর্যন্ত এর মধ্যে দেশে করোনামুক্তি মিলেছে ৩ লাখ ২২ হাজার ৭০৩ জনের।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top