রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


সিংড়ায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২০ ১৬:৩৬

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ১০:১৩

ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়ায় হাইটেক পার্কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দিয়েছেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এ সিংড়ার মাটিতে একটি মেডিকেল কলেজ স্থাপন করে আমরা একটি উন্নত আধুনিক সিংড়া গড়ে তুলব।

শনিবার জুম অনলাইন অ্যাপসের মাধ্যমে সিংড়া উপজেলার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নবীর উদ্দিন, মাওলানা আলী আকবর প্রমুখ।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top