রাজশাহী রবিবার, ৪ঠা জানুয়ারী ২০২৬, ২২শে পৌষ ১৪৩২


রুহুল আমীন গাজীর মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২০ ০৬:০৮

আপডেট:
৪ জানুয়ারী ২০২৬ ০৮:০৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমীন গাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুরের সাংবাদিকেরা। 

শনিবার সকালে গাজীপুর নগর ভবন সংলগ্ন হাবিব উল্যা সরণীতে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) আয়োজিত বিক্ষোভ সমাবেশে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জেইউজি’র দপ্তর সম্পাদক এস.এম হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) সাধারণ সম্পাদক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শেখ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল বারী বাবুল প্রমুখ।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top