রাজশাহী মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নাশকতার মামলায় জামায়াত নেতা আজহারুলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ২০:২২

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১১:৩১

ছবি: সংগৃহীত

রাজধানী রমনা থানার নাশকতার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। পরে মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ কথা জানান।

তিনি বলেন, আজ মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এ দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। এ সময় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ‌

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা আজহারুল ইসলামসহ আরও অনেকের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করে পুলিশ। এরপর তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন।

এদিকে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আগেই আরেকটি মামলায় জামায়াত নেতা আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top