রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


‘ধূমপানমুক্ত স্বামী’র দাবিতে সড়কে নারীরা


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২০ ২০:৪৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫৯

‘ধূমপানমুক্ত স্বামী’র দাবিতে মানববন্ধন

‘ধূমপানমুক্ত স্বামী’র দাবিতে সড়কে নেমেছে নারীরা। ২০৪০ সালের মধ্যে প্রত্যেক নারীর ধূমপানমুক্ত স্বামী পাওয়ার প্রত্যাশা। রাজধানীর বাড্ডায় এলাকায় শনিবার (২৯ আগস্ট) ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’র পক্ষ থেকে এক ব্যতিক্রমী মানববন্ধন পালিত হয়েছে। ‘ধূমপান মুক্ত স্বামী চাই’ স্লোগানে শতাধিক নারী এ মানববন্ধনে অংশ নেয়।

শনিবার বাড্ডা প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করেন ‘ধূমপান বাংলাদেশ চাই সোসাইটি’র চেয়ারম্যান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।

মানববন্ধনে অংশ নেওয়ার দাবি, সংসারের কর্তা ব্যক্তি হলেন স্বামী। ধূমপান করার ফলে তারা নানা রকমের অসুস্থতায় পড়ে যান। একইসঙ্গে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন তারা। সে কারণে ধূমপান মুক্ত স্বামী চান নারীরা। এই মানববন্ধনে নারীদের পাশাপাশি অংশ নিয়েছেন সচেতন অনেক পুরুষও।

উল্লেখ্য, ১৯৯৬ সালে কনস্টেবল হিসেবে যোগ দেওয়া শফিকুল ২০০৩ সালে ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’ গড়ে তোলেন। বর্তমানে তার সংগঠনে সদস্য সংখ্যা ৩০ হাজারের ওপরে। বর্তমানে তিনি উপ-পরিদদর্শক (এসআই) পদে ডিএমপির বাড্ডা থানায় কর্মরত আছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top