রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


আওয়ামী লীগ নেতার মামলায় স্ত্রী গ্রেফতার


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২০ ১৮:৩১

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৮:২৭

ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদকে হত্যাচেষ্টা মামলায় তার স্ত্রী মিলি আক্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার মিলি আক্তারকে শনিবার (২৯ আগস্ট) আদালতে তোলা হবে।

গত ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদকে মশলা বাটার শিল (পুঁতা) দিয়ে মাথায় আঘাত করেন স্ত্রী মিলি আক্তার। প্রথমে ইলিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ২৩ আগস্ট আওয়ামী লীগ নেতা ইলিয়াস নিজে বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজীব হোসেন তদন্ত করছেন।

 

আরপি / এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top