রাজশাহী রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


দেশে করোনায় মৃত্যুর ৮০ শতাংশই পুরুষ


প্রকাশিত:
১২ আগস্ট ২০২০ ১৮:১৭

আপডেট:
১৯ মে ২০২৪ ০৯:১৭

ছবি: প্রতীকী

সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের যারা মারা গিয়েছেন। তাদের ৮০ শতাংশই পুরুষ। বিশ্বেও মৃত্যুর দিক দিয়ে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশই পুরুষ বলে জানা গেছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ২,৭৪৯ জন এবং নারী মারা গেছেন ৭২২ জন।

শতাংশ বিবেচনায় পুরুষদের মৃত্যুর হার ৭৯.২০ শতাংশ এবং নারীদের মৃত্যুর হার ২০.৮০ শতাংশ।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত বাংলাদেশে মোট মারা গেছেন ৩৪৭১ জন। বাংলাদেশে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে। বাংলাদেশে করোনাভাইরাসে যত মানুষ শনাক্ত হয়েছেন, তাদের ৬৪.৭ শতাংশ ঢাকা বিভাগের বাসিন্দা।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top