রাজশাহী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


জামিন পেলেন সিফাত


প্রকাশিত:
১০ আগস্ট ২০২০ ১৭:২৪

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৮

ছবি: সংগৃহিত

কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের পর মাদক মামলায় জামিন পেয়েছেন তার সহযোগী সাহেদুল ইসলাম সিফাত।

সিফাতের সঙ্গে গ্রেপ্তার শিপ্রা দেবনাথ জামিন পেয়ে রোববার মুক্তি পেয়েছেন। রোববার রামুর জ্যেষ্ঠ বিচারিক দেলোয়ার হোসেনের আদালতে তার জামিন হয়।

একইসঙ্গে তাদের বিরুদ্ধে করা পুলিশের করা মামলার তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। সিফাতের জামিন শুনানির জন্য আজকে দিন নির্ধারণ করা হয়েছিল। শিপ্রা ও সিফাত দুজনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ সময় গ্রেপ্তার করা হয় মেজর সিনহার সঙ্গে থাকা শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতকে।

 

আরপি / এমবি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top