রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


শোক দিবসের পর ট্রেন চালু


প্রকাশিত:
৯ আগস্ট ২০২০ ২১:৩৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৫:৩৯

ফাইল ছবি

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। রোববার ( ৯ আগস্ট) রেলপথ মন্ত্রণালয় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম জানান, রোববার রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন এবং রেলওয়ে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর গত ৩১ মে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চালু হয়।

এর ১৭ দিনের মাথায় যাত্রী সঙ্কটে দুটি রুটের ট্রেন সাময়িক স্থগিত করে রেল কর্তৃপক্ষ। বর্তমানে ১৭ জোড়া ট্রেন অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করছে।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং বাকি ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।

 

আরপি/আআ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top