করোনায় চবি অধ্যাপক পরপারে

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক সফিউল আলম তরফদারের (৫৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ৩ আগস্ট তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যান। শুক্রবার (৭ আগস্ট) বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক শফিউল চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: