রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


কারাগার থেকে কয়েদি নিখোঁজ


প্রকাশিত:
৭ আগস্ট ২০২০ ১৭:০৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২০:৫০

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি নিখোঁজ। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা থেকে কারাগারের ভেতরে ওই কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।


কয়েদির নাম আবু বক্কর সিদ্দিক (৩৫)। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডিপুর এলাকায়। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার জাহানারা বেগম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় আসামিদের গণনার সময় থেকে আবু বক্কর সিদ্দিককে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কারাগারের ভেতর খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। ২০১২ সাল থেকে আবু বকর সিদ্দিক এ কারাগারে বন্দি ছিলেন।

তিনি আরও বলেন, এর আগেও কারাগারের ভেতর এক আসামি লুকিয়ে ছিলেন। পরে খোঁজাখুঁজি পর তাকে পাওয়া যায়। আবু বক্কর সিদ্দিককে কারাগারের ভেতর খোঁজাখুঁজি অব্যাহত। তবে শুক্রবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top