রাজশাহী বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


বিভাগীয় শহরে পুলিশের স্কুল-কলেজ


প্রকাশিত:
৬ আগস্ট ২০২০ ০০:১৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:০৬

ফাইল ছবি

দেশের প্রতিটি বিভাগীয় শহরে হতে যাচ্ছে পুলিশের স্কুল-কলেজ। আটটি বিভাগীয় শহরে আটটি স্কুল ও কলেজ (আবাসিক/অনাবাসিক) প্রতিষ্ঠা করা হবে। এ বিষয়ে প্রতিটি বিভাগের পুলিশ কর্মকর্তাদের মতামত নেয়া হবে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ (আইজিপি) এমন  নির্দেশনা দিয়েছেন।

আজ বুধবার সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্য আলোচক ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) এস এম রুহুল আমিন।

পুলিশ সদরদফতরের এডুকেশন শাখা আয়োজিত অনুষ্ঠানে ডিএমপির কনস্টেবল থেকে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠায় তাদের মতামত ব্যক্ত করেন।

এতে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (ওয়েল ফেয়ার) মো. বশির উদ্দিন আহমেদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএমসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top