রাজশাহী বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার: মাশরাফি


প্রকাশিত:
৩ আগস্ট ২০২০ ০১:০১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:০৭

মাশরাফি-বিন-মোর্তজা। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-০২ আসনের সংসদ সদস্য মাশরাফি-বিন-মোর্তজা বলেছেন, ‘সময় এসেছে এখন সরাসরি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, আপনাদের হক আরেকজন মেরে খাবে এ থেকে রুখে দাঁড়াতে হবে’।

রবিবার (২ আগস্ট) দুপুরে নড়াইল অডিটরিয়ামে স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

মাশরাফি বলেন, গরিবের হক মেরে যারা খাবে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

“ভিন্নমত ভিন্নপথ সকলে মিলে এক হাত” এই স্লোগানে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি প্রশ্ন গ্রহণ করে তার জবাব দেন তিনি।

অনুষ্ঠানে চিত্রা নদীসহ নানা খাল দখল, সরকারি ১০ টাকা চাল, ভিজিডি, ভিজিএফ, নানা ধরনের ভাতার দুর্নীতি নিয়ে প্রশ্ন জবাবে মাশরাফি বলেন, “সময় এসেছে এখন সরাসরি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, আপনাদের হক আরেকজন মেরে খাবে এটা রুখে দাড়াতে হবে।”

সরকারি বিভিন্ন দপ্তরের সমালোচনা করে মাশরাফি বলেন, “আমিতো চাই আমার মতো অন্যরা এখানে এসে সকলের মুখোমুখি দাঁড়াক।” সদর হাসপাতাল, ড্রেনেজ ব্যবস্থা, স্টেডিয়াম উন্নয়নসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন এমপি মাশরাফি।

একইদিন সকালে সাড়ে ১০টার দিকে নড়াইল প্রেসক্লাবের আয়োজনে জেলাটির সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চেক বিতরণ করেন তিনি।

 

আরপি/আআ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top