‘শেখ হাসিনার নেতৃত্বে দক্ষতার সাথে করোনা মোকাবিলা করছি’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এবারের ঈদ করোনার জন্য ভিন্ন পরিবেশে উদযাপন করতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দক্ষতার সাথে করোনা মহমারি মোকাবিলা করছি।করোনা ভাইরাসে বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্রে ৪৭ গুণ বেশি লোকের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় করোনায় আমাদের মৃত্যুর সংখ্যা খুব কম। যুক্তরাজ্যের জনসংখ্যা আমাদের চেয়ে অর্ধেকের কম। তাদের উন্নত স্বাস্থ্যব্যবস্থা থাকার ফলেও করোনায় আমাদের চেয়েও মৃত্যু ৯ গুণ বেশি। আর আমাদের চেয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা দ্বিগুণ। আর করোনায় বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৪৭ গুণ বেশি।
ড. মোমেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জীবন জীবিকার প্রয়োজনে আমাদের সবাইকে সতর্কতার সাথে স্বাস্ব্যবিধি মেনে চলতে হবে।
আরপি/আআ-১০
আপনার মূল্যবান মতামত দিন: