রাজশাহী শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১


মাস্ক পরা নিশ্চিত করতে কাজ করতে হবে: ওবায়দুল কাদের


প্রকাশিত:
২৭ জুলাই ২০২০ ২২:২৮

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৫

ওবায়দুল কাদের। ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার। সবার মাস্ক পরা নিশ্চিত করতে কাজ করতে হবে পুলিশ, ট্রাফিক বিভাগসহ অন্যান্য সংস্থাগুলোকে। না হয় ঈদযাত্রা অনেকের জন্য অন্তিম যাত্রার ঝুঁকি নিয়ে আসবে।

সোমবার (২৭ জুলাই) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুরের সড়ক বিভাগ, মেয়র, সংসদ সদস্য ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এসব এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করা হলে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে। ঈদের আগের ২ দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়, তাই বিজেএমই’র সাথে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

ঈদের আগের ৩ দিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখতেও পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

 

আরপি/আআ-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top