রাজশাহী সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ গেলো যুবকের


প্রকাশিত:
২৪ জুলাই ২০২০ ২৩:১২

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৬:০৭

ছবি: সংগৃহিত

ফেনীর ছাগলনাইয়ায় মাদককারবারিদের দুই পক্ষের গোলাগুলিতে নজরুল ইসলাম নকুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) ভোররাতে উপজেলার শুভপুর ইউনিয়নের তাহের আহাম্মদ মেম্বার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম নকুল উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, ভোররাতের দিকে গোলাগুলির শব্দ শুনে শুভপুর গ্রামের তাহের আহম্মদ মেম্বার সড়কে টহলে যায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, দুটি রাম দা, ২০ বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ছাগলনাইয়া থানা পুলিশের ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নজরুল ইসলাম নকুলের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ৯টি মাদক মামলা রয়েছে।

 

আরপি / এমবি-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top