রাজশাহী সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিড়ি খাওয়ার জন্য ম্যাচ নিয়ে মারামারিতে নিহত ১


প্রকাশিত:
১৫ জুলাই ২০২০ ১৭:০৯

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১১:২৪

ছবি: সংগৃহিত

খুলনা মহানগরীর দৌলতপুরে ম্যাচ নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে জামাল ওরফে টুটে জামাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ২টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার সেনপাড়াতে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই এলাকার শামসুর ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন। একইসঙ্গে গোডাউনে শ্রমিকের কাজও করতেন।

দৌলতপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, বিড়ি খাওয়ার জন্য ম্যাচ নিয়ে কয়েকজন মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারপিঠের ঘটনা ঘটে। এতে জামাল মারা যান।

পরে বুধবার ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। এখনও মরদেহ হাসপাতালে আছে। এ ঘটনায় কেউকে আটক করা যায়নি। ঘটনার সঙ্গে যারা জড়িত সকলেই মাদকাসক্ত।

 

 

আরপি / এমবি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top