রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ডা. সাবরিনাকে পুলিশ কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ


প্রকাশিত:
১২ জুলাই ২০২০ ২০:৩৭

আপডেট:
৪ মে ২০২৪ ০৪:৫৭

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণের বিষয়ে পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনায় আজ রবিবার ডা. সাবরিনা আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে সাবরিনার জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে এদিন শাহেদকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় শাহেদকে গ্রেফতার করা হবে।

এছাড়া শাহেদ গ্রেফতার না হওয়া পর্যন্ত ধরারচেষ্টা চলবে, জানিয়েছেন আইজিপি।

করোনা রিপোর্টে কেলেঙ্কারিতে এরইমধ্যে গ্রেফতার হয়েছেন ডা. সাবরিনার স্বামী জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফ চৌধুরীসহ ৬ জন। তাদের এক ল্যাপটপেই পাওয়া গেছে ১৫ হাজারেরও বেশি করোনার ভুয়া টেস্ট রিপোর্ট।

অভিযোগ রয়েছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক সাবরিনার দাপটেই আরিফ চৌধুরী করোনা পরীক্ষার অনুমতি বাগিয়ে নেন স্বাস্থ্য অধিদফতর থেকে। জেকেজির চেয়ারম্যান হিসেবে সব যোগাযোগ রক্ষা করতেন সাবরিনাই।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top