রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ফিরলেন আটকে পড়া ১৫৭ বাংলাদেশি


প্রকাশিত:
১১ জুলাই ২০২০ ০১:০৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:১৪

ছবি: ইউএস-বাংলা এয়ারলাইন্স

করোনায় মালদ্বীপের রাজধানী মালেতে আটকে পড়া ১৫৭ বাংলাদেশি ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ফেরাতে বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মালদ্বীপ যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের প্লেন। সেখান থেকে স্থানীয় সময় দুপুরে ১৫৭ যাত্রীকে নিয়ে মালের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। শুক্রবার সন্ধ্যায় ১৫৭ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে প্লেনটি।

এতে আরো বলা হয়, এই প্রথম ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই, মালে ও ফ্রান্সের প্যারিসে ফ্লাইট পরিচালনা করেছে দেশের শীর্ষ বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা।

 

আরপি/আআ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top