রাজশাহী শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


স্ত্রীর মৃত্যুর শোকে স্বামীর আত্মহত্যা


প্রকাশিত:
৯ জুলাই ২০২০ ০৩:২৩

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ০০:৫২

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে স্ত্রীর মৃত্যুর শোকে স্বামী মনসুর রহমান খান (৬৭) আত্মহত্যা করেছেন। বুধবার (৮ জুলাই) সকালের দিকে সবুজবাগের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত ১৯ জুন মনসুর রহমানের স্ত্রী মারা যান। তারপর থেকে তিনি ছেলে সালমান খানকে নিয়ে সবুজবাগের প্রথম লেনের একটি বাসার ৫ম তলায় ভাড়া থাকতেন। স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি বিষন্নতায় ভুগছিলেন। বিষন্নতা থেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন সরকার জানান, বুধবার সকালে ৯৯৯ ফোন দিয়ে জানানো হয়, একটি লোক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে ৫ম তলার একটি কক্ষ ভেঙ্গে মোটা ফিতা দিয়ে ঝুলন্ত অবস্থায় মনসুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান এসআই রিয়াজ উদ্দিন।

 

আরপি/আআ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top