অর্থমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড
 
                                অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) হ্যাকড হয়েছে।
রোববার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রীর ফেসবুক আইডি থেকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট, রিকোয়েস্ট বা বার্তা কারো কাছে যায়, বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্র্রকাশ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দ্রুতই সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
আরপি/ এএস
বিষয়: অর্থমন্ত্রী মুস্তফা কামাল ফেসবুক হ্যাকড

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: