নামাজে যাওয়ার পথে প্রাণ হারালেন প্রভাষক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নামাজে যাওয়ার পথে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় এক প্রভাষকের মৃত্যু হয়েছে।
রোববার রাত ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত প্রভাষক মাওলানা নুরুন্নবী আনসারী (৪৬) উপজেলার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়ার হেদায়েত উল্লাহর ছেলে এবং হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাষক নুরুন্নবী আনসারী আসরের নামাজ পড়তে যাওয়ার পথে খবির মিয়া বাজারের পশ্চিম পাশে ইঞ্জিনচালিত দ্রুতগতির নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে তাকে চাপা দেয়।
পরে তাকে গুরুতর অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, আহত প্রভাষককে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইঞ্জিনচালিত নসিমন হাতিয়া উপজেলায় নিষিদ্ধ। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অল্প কিছু নসিমন চলছে বলে স্বীকার করেন ওসি।
আরপি/এমএইচ-২
বিষয়: নসিমনের ধাক্কায় প্রভাষক নোয়াখালী
আপনার মূল্যবান মতামত দিন: