রাজশাহী মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১


ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মামলার আসামি নিহত


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৮

আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩২

প্রতীকি ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল।

পুলিশের দাবি, নিহত রুবেল মাদক ব্যবসায়ী। তিনি মাদকসহ সাত মামলার আসামি। রুবেল ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার বাসিন্দা। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সংবাদ প্রকাশ করেছে যুগান্তর।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন খবর পেয়ে দিনগত রাত আড়াইটার দিকে ডিবির দুটি দল উপজেলার হবিরবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে অন্যরা চলে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী রুবেলকে পাওয়া যায়।

তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন ডিবি পুলিশের এএসআইসহ দুই পুলিশ সদস্য। নিহত রুবেলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ সাতটি মামলা রয়েছে বলে জানান ওসি।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top