ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, শেখ মোঃ আব্দুল্লাহ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি মুজিব বাহিনীতে যোগদান করে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশপ্রেমিককে হারাল। হজ্জ্ব ব্যবস্থাপনা সহজীকরনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী অত্যন্ত সৎ, জ্ঞানী ও গুনী এ রাজনৈতিক ব্যক্তির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরপি/এমএএইচ-০২
আপনার মূল্যবান মতামত দিন: