রাজশাহী সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দলবেঁধে ফুটবল খেলায় জরিমানা গুণলো ১৯ তরুণ


প্রকাশিত:
৯ জুন ২০২০ ০৪:৫৮

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৬:০২

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দলবেঁধে ফুটবল খেলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১৯ তরুণকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আখাউড়া উপজেলা
পরিষদ মাঠে একদল তরুণ দুই ভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলায় মেতে ওঠেন। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ওই তরুণদের কাছ থেকে চার হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, জরিমানা আদায় করে ওই তরুণদের ছেড়ে দেয়া হয়েছে।

 

আরপি / এমবি-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top