দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৪২ জনের, শনাক্ত ২৭৪০

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪২ জনের, শনাক্ত হয়েছে ২৭৪০ জন। আর মোট পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৩৬ জনের। গতকাল মৃত্যু ছিল ৩৫ জন ও শনাক্ত ছিল ২৬৩৫ জন। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বিশ্বে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে প্রায় ৪ লাখ লোকের মৃত্যু হয়েছে। পাশাপাশি লাতিন আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।
এদিকে মহামারি ও লকডাউনের কারণে জ্বালানি তেলের দাম কমায় তেল উৎপাদনকারী দেশগুলো তেলের উৎপাদন হ্রাসে সম্মত হয়েছে।
করোনায় মৃত্যুর সংখ্যায় ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে তবে প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো “আদর্শিক পক্ষপাতিত্বের” অভিযোগে যুক্তরাষ্ট্রের অনুসরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।
বোলসোনারো অন্য আরো অনেকের মতো বলেছেন, লকডাউনের কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা ভাইরাসের ক্ষতির চেয়েও বেশী, বিশেষ করে তেল শিল্প চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরপি/এমএইচ-৫
বিষয়: করোনাভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: