করোনায় ঝুলে গেছে দুদকের ৮ হাজার মামলা-অনুসন্ধান

৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে নিজেদের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মাসেরও অধিক সময় বন্ধ থাকায় ঝুলে গেছে এ প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার মামলা ও অনুসন্ধান। সেই সঙ্গে নানান অভিযোগে পাঠানো প্রায় ২ হাজার তলবি নোটিশও মেয়াদোত্তীর্ণ হয়েছে।
এ ব্যাপারে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ইতোমধ্যেই ২ হাজার তলবি নোটিশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে তলব করা হবে।
করোনা পরিস্থিতিতে আসামিদের সশরীরে জিজ্ঞাসাবাদ আপাতত আগামী ১৫ জুন পর্যন্ত স্থগিত রেখেছে দুদক। তবে অনলাইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম অব্যাহত রাখবে সংস্থাটি।
ইকবাল মাহমুদ বলেন, আপাতত ১৫ জুন পর্যন্ত আসামিদের সশরীরে জিজ্ঞাসাবাদ স্থগিত থাকবে। অনলাইনে কিছু কাজ হবে।
সূত্র: বাংলা নিউজ 24
আপনার মূল্যবান মতামত দিন: