রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


এগিয়ে আসেনি কেউ, ৬ ঘণ্টা পড়ে থাকার পর গভীর রাতে লাশ দাফন


প্রকাশিত:
৬ জুন ২০২০ ১৬:০৪

আপডেট:
৩ মে ২০২৪ ০০:৩৬

আউলিয়া বেগমের লাশ দাফনের কার্যক্রম শুরু করেন এমপি খোকার স্বেচ্ছাসেবক টিম

করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর আলমপুরা গ্রামে শুক্রবার রাতে মোসাম্মৎ আউলিয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়।

মারা যাওয়ার ৬ ঘণ্টা পরও করোনার ভয়ে ওই নারীর স্বজন ও প্রতিবেশীর কেউ লাশ দাফনে এগিয়ে আসেনি।

বিষয়টি জানার পর নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা রাতেই ঘটনাস্থলে ছুটে যান।

এসময় ওই স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা এমপি খোকার নির্দেশে শুক্রবার দিবাগত রাত ৩টায় ওই নারীর লাশ নানাখী কবরস্থানে দাফন করেন। লাশ দাফনের সময় এমপি খোকার স্বেচ্ছাসেবক টিমের লিডার মো. সানাউল্লাহ বেপারীর নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. আবু কালাম মোহাম্মদ আলী আকবর, মো. গোলজার হোসেন, মাহমুদুল হাসান হৃদয়, গাজী শাহ আলম, মোহাম্মদ ওমর ফারুক, মো. মামুন, আল আমিন ও নারী স্বেচ্ছাসেবী মোসাম্মৎ হোসনেয়ারা বেগম।

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন করে ইতিমধ্যে এমপি খোকার স্বেচ্ছাসেবক টিম দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মারা যাওয়া ব্যক্তিদের পরিবার-পরিজন ও এলাকাবাসী যেখানে করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে লাশ রেখে পালিয়ে গেলেও এসব লাশ দাফন করে চলেছেন এমপি খোকার স্বেচ্ছাসেবক টিম।

বিগত আড়াই মাসে এ টিমের সদস্যরা সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩ জনের লাশ দাফন করেছেন। মহতি এ উদ্যাগ গ্রহণ করায় এমপি লিয়াকত হোসেন খোকাকে এলাকাবাসী মানবতার সেবক হিসেবে আখ্যায়িত করেছেন।

এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, মানবতার সেবক হিসেবে সোনারগাঁওবাসীর কল্যাণে তিনি অতিতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top