সাংসদ মোস্তাফিজুর করোনায় আক্রান্ত
বাঁশখালী (চট্টগ্রাম-১৬) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী পরিবারের ৭ সদস্যসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবার বিকেলে ওই সাংসদের ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাজুল ইসলাম বলেন, গত ২ জুন মোস্তাফিজুর রহমান চৌধুরীর পরিবারের নমুনা সংগ্রহ করা হয়। পরে সংসদ সদস্য, তার স্ত্রী, তিন মেয়ে এবং এক জামাতা ও কাজের ছেলের করোনা পজেটিভ আসে। বর্তমানে সবাই বাসায় আইসোলেশন আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
আরপি/আআ-০৮
আপনার মূল্যবান মতামত দিন: